জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। তবে বৃষ্টি হলে আধঘণ্টা পিছিয়ে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। আজ সোমবার জাতীয় ঈদগাহের সামগ্রিক প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মেয়রের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন এ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বেলাল, সচিব খান মো. রেজাউল করিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার রেজাউল করিম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ অনেকে। ঈদুল আজহার প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। তার বিকল্প হিসেবে থাকবেন মুফতি ওয়াহিদুজ্জামান।

Scroll to Top