Home > বাছাইকৃত > গম নিয়ে হাইকোর্টের রায় বহাল আপিলে

গম নিয়ে হাইকোর্টের রায় বহাল আপিলে

ব্রাজিল থেকে আমদানি করা গমের বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আপিল বিভাগের এই আদেশের ফলে ‘ ব্রাজিল থেকে আমদানি করা গম কাউকে জোর করে দেয়া যাবে না। কেউ যদি গম ফেরত দিতে চায় তা হলে তা ফেরত নিতে হবে’-মর্মে হাইহোর্টের দেয়া আদেশ বহাল থাকল।