যৌনমিলনে আগ্রহ কমায় ইন্টারনেট!

20

impotency_illus_72857যৌনমিলনে আগ্রহ কমিয়ে দেয় অতিরিক্ত ইন্টারনেট আসক্তি। সম্প্রতি ব্রিটেনে এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।

জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের দম্পতিরা ধীরে ধীরে যৌনমিলনে আগ্রহ হারিয়ে ফেলছেন। ২০০০ সালে ‘স্বাভাবিক’ যৌন মানসিকতার দম্পতিরা মাসে চার বার যৌনমিলন করলেও বর্তমানে এ সংখ্যা কমে তিনে নেমেছে। আর ১৯৯০ সালে এ সংখ্যা ছিল পাঁচের ঘরে।

এই জরিপের পর প্রশ্ন উঠেছে দম্পতিদের যৌনমিলনের সংখ্যা কমার কারণ কি? এ প্রশ্নের জবাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড স্পাইজহেল্টার বলেন, এর কারণ হচ্ছে ইন্টারনেট।

বিবিসি রেডিও ফোরের ওমেনস আওয়ার অনুষ্ঠানে এই অধ্যাপক বলেন, আমাদের ইন্টারনেট আসক্তির কারণে দম্পতিদের পারস্পরিক যৌনমিলনের সংখ্যা কমেছে। ইন্টারনেট আমাদের পারিবারিক জীবনের সাথে একটা তফাৎ সৃষ্টি করে দিয়েছে। এখন তারা ইন্টারনেটে অনেক বেশি সময় ব্যয় করছে।