ভালোবাসার ১১টি বৈশিষ্ট্য ! গবেষণায় প্রমাণিত

21

image_196272.couple-heart-love-620x349ভালোবাসাকে খুঁজে নিতে হবে না। বরং ভালোবাসাই আপনাকে খুঁজে নেবে। এ কথাটি বলেছিলেন আমেরিকান অভিনেত্রী লরেটা ইয়ং। যুগে যুগে বহু কবি-সাহিত্যিক ভালোবাসা নিয়ে নানা সুন্দর সুন্দর কথা বলেছেন। এ নিয়ে হয়েছে অনেক বৈজ্ঞানিক গবেষণা। এখানে ভালোবাসা সম্পর্কে জেনে নিন বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত ১১টি তথ্য।
১. ভালোবাসার অনুভূতি সৃষ্টিশীল চিন্তা-চেতনার জন্ম দেয়।
২. কারো প্রেমে পড়া অনেকটা নেশার অনুভূতির মতো যা কোকেনের চেয়ও বেশিমাত্রার হতে পারে।
৩. দৃশ্যমান সৌন্দর্য নিয়ে ভালোবাসা প্রকাশ পায় না। এই অনুভূতি ভেতরে উষ্ণতা ও ভালো লাগা তৈরি করে।
৪. মনে ভালোবাসা জন্মালে এবং তার কোনো নিশানা ধারণ করলে সবাই জানবেন যে, আপনি প্রেমে পড়েছেন। কিন্তু একমাত্র আপনিই তা অনুভব করতে পারবেন।
৫. স্ট্রেসকে এক লাফে অসীম পর্যন্ত নিয়ে যেতে পারে একমাত্রা ভালোবাসা।
৬. মনে ভালোবাসা জন্মালে সহজাতভাবে আপনি আগের চেয়ে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন।
৭. প্রেমপূর্ণ মন নিয়ে খাবারের স্বাদ স্বাভাবিকের চেয়ে কিছুটা মিষ্টি লাগে।
৮. ‘আই লাভ ইউ’ কথাটা ছেলেরা আগে বলতে চান।
৯. ছেলেরা কোনো মেয়ের সঙ্গে দেখা হওয়ার পর গড়ে  প্রথম এক ঘণ্টার মধ্যেই মেয়েটির প্রতি ভালোবাসা অনুভব করে অথবা করে না।
১০. যাকে ভালোবাসের তার চোখের দিকে তাকালে হৃদস্পন্দন ছন্দময় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
১১. ভালোবাসা খুঁজে পাওয়া খুব সহজ কাজ নয়। কিন্তু প্রথম পাওয়ার পর মনে এমন অনুভূতি জন্মাবে যা আগে কখনো হয়নি।

 

সূত্র : আই ডিভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here