তালেবান নেতা মোল্লা বারাদার আসলে কে?

516
মোল্লা আব্দুল গনি বারাদার আসলে কে

মোল্লা আব্দুল গনি বারাদার। যতদূর জানা যাচ্ছে, আফগানিস্তানের পরবর্তী প্রধান নেতা হচ্ছেন তিনি। কিন্তু কে এই আবদুল গনি বারাদার?

১৯৬০ সালে তিনি আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের বিশ্বস্ত সহযোগী তিনি।

১৯৭০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান শাসন করে। আব্দুল গনি বারাদার, মোল্লা ওমরের সাথে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।

১৯৯০ সালে তালেবান প্রতিষ্ঠার সময় মোল্লা ওমরের সাথে তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা।
১৯৯৬-২০০১ সালে তালেবান শাসনামলে তিনি কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। নাইন ইলেভেন ইস্যুতে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আক্রমণ করার পর তিনি পাকিস্তানে পালিয়ে যান।

২০১০ সালে পাকিস্তান তাকে করাচি শহর থেকে গ্রেফতার করে এবং নিজেদের হেফাজতে রাখে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র তাকে মুক্তি দেয়ার অনুরোধ জানালে বারাদারকে কাতারে স্থানান্তরিত করা হয়।

সেখানে তিনি তালেবানদের রাজনৈতিক প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বারাদার যুক্তরাষ্টের সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করে এবং চুক্তিতে স্বাক্ষর করেন।বর্তমানে তিনি আফগানিস্তানে রয়েছেন। ২০২১ সালের আগষ্ট মাসে তিনি আফগানিস্তানে ফিরে আসেন।