এভ্রিলের রূপালি আঁচল

33
জান্নাতুল নাঈম এভ্রিল দেশজুড়ে পরিচিত একটি নাম। হাইস্পিড বাইক চালানো শখ। মোটর সাইকেলপ্রেমী অনেকের কাছেই তিনি আইডল। তবে তিনি সারাদেশে পরিচিতি পান মিস বাংলাদেশ প্রতিযোগিতায় নাম লিখিয়ে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার বিজয় মুকুট মাথায় উঠলেও ’বিবাহিত’ অভিযোগে সেটি ফিরিয়ে দিতে হয় তাকে। এরপর থেকেই এভ্রিল আলোচনায় গোটা দেশজুড়ে।
‘রুপালি আাঁচল’ নামের একটি মিউজিক ভিডিও সিএমভি’র ব্যানারে গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ পায়। কণ্ঠশিল্পী ঐশীর গাওয়া ‘রূপালি আঁচল’ গানটিকে সূত্র ধরে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। প্রদীপ সাহার কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। অন্যদিকে এতে মডেল হিসেবে জান্নাতুল নাঈম এভ্রিলের সঙ্গে জুটি বেঁধেছেন রকিব।
এভ্রিল বলেন, ‘কাজটি করে ভালো লেগেছে। প্রকাশের পর থেকে খুব সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। তা ছাড়া গানটি যেমন সুন্দর তেমনি গল্পের প্রেক্ষাপটও প্রেমময় আবেগের। যে আবেগ আমরা সবাই মনে মনে ধারণ করি। এটা প্রিয়জনের জন্য অপেক্ষার আবেগ। আশা করছি সবার ভালো লাগবে।’
অন্যদিকে গানটির কণ্ঠশিল্পী ঐশী বলেন, ‘এই গানটি আমার ‘হাওয়া’ অ্যালবামের। আমি সাধারণত যে ধরনের গান করি এটি তার চেয়ে বেশ আলাদা। আর ফিল্মের গল্পটিও বেশ রোমান্টিক। আশা করছি সবার ভালো লাগবে।’


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here