সীমান্ত বিল পাস করায় ভারতকে জামায়াতের অভিনন্দন

30

ভারতের লোকসভায় সীমান্ত বিল পাস করায় ভারত সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ অভিনন্দন জানান।

বিবৃতিতে ডা. শফিক বলেন, ভারতের রাজ্যসভার পর লোকসভাতেও সীমান্ত বিল পাশ করায় ভারত সরকার, বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ গোটা ভারতবাসীকে অভিনন্দন জানাচ্ছি।

আমরা আশা করি এর ফলে ১৯৭৪ সাল থেকে ঝুলে থাকা ছিটমহল বিনিময়, অপদখলীয় ভূমি হস্তান্তর ও অনিষ্পন্ন সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হবে। দুই দেশের প্রায় ৫২ হাজার ছিটমহলবাসীর নাগরিকত্ব সমস্যার স্থায়ী সমাধান হবে এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে ও বঞ্চনার অবসান ঘটবে।

আমরা আরও আশা করি এখন থেকে দু’দেশের সম্পর্ক পারস্পরিক ভালবাসা ও শ্রদ্বার ভিত্তিতে পরিচালিত হবে।