সাভারে যুবলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১০

17

সাভার পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন গুলিবিদ্ধসহ শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে সাভার পৌরসভার জামশিং এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় যুবলীগের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরো প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া সাংবাদিকদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।