বুড়িমারীতে বিএসএফে’র গুলিতে ১ বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ১

25

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে।

নিহতের নাম অন্তর ইসলাম (২৯)। তিনি পাটগ্রাম উপজেলার বুড়িমারী কলোনী পাড়া এলাকার জনৈক আমিনুর ইসলামের পুত্র। তিনি গরু ব্যবসায়ী বলে জানা গেছে ।

বৃহস্পতিবার ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাষ্টারপাড়া সীমান্তের ৮৪৩ নং মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, কয়েকজন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু কিনে চোরাইপথে নিয়ে আসার সময় ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই বাংলাদেশি গরু ব্যবসায়ী অন্তর নিহত হয়। বিজিবি লালমনিরহাট ১৫ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আহম্মদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানাানো হয়েছে