চাকরিতে ছিটমহলবাসীর কোটা দিতে হবে

178

বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.মিজানুর রহমান বলেছেন, দীর্ঘ ৬৮ বছর ধরে বন্দি জীবন যাপনের ফলে নাগরিক সুবিধা বঞ্চিত ছিটমহলবাসীর চাকরি লাভের ক্ষেত্রে কোটা পদ্ধতি চালুসহ বয়স শিথিলের ব্যাপারে সরকারের কাছে আবেদন জানাবে মানবাধিকার কমিশন।

বুধবার (১৭ জুন) দুপুরে ছিটমহল পরিদর্শনে এসে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ১১৯ নং বাঁশকাটা ছিটমহলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ছিটমহলের শিশুরা মিথ্যা পরিচয়ে বিদ্যালয়ে পড়ালেখা করতো উল্লেখ করে ড. মিজানুর রহমান বলেন, ছিটমহলবাসীর কোন শিশু-কিশোরকে আর মিথ্যা পরিচয় নিয়ে স্কুল কলেজে পড়তে হবে না। তারা বাংলাদেশি পরিচয়ে স্কুল কলেজে পড়ালেখা করবে। বাংলাদেশের নাগরিক হিসেবে সব ধরনের সুবিধা ভোগ করবে।

ছিটমহল পরিদর্শনকালে তার সফরসঙ্গী ছিলেন, মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ইমাম উদ্দিন কবির, প্রফেসর লায়াল ছুংগা প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, জোংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ্ মাহমুদুন্নবী শাহিন, ছিটমহল সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, লালমনিরহাট জেলা কমিটির সভাপতি শাহ আব্দুল হামিদ আফতাবী বকুল, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।