৪ মাস পর ফের শুরু হচ্ছে ফেলানী হত্যার বিচার

18

ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার পুনর্বিচারিক কার্যক্রম বুধবার শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৪ সালের ২২ নভেম্বর আদালতে বিচারিক কাজ চলার সময় অভিযুক্ত অমিয় ঘোষ অসুস্থ হয়ে পড়ায় ৪ মাসের জন্য বিচারিক কার্যক্রম মুলতবি করা হয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মার্চ পুনরায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

কুড়িগ্রাম-৪৫ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন জানান, বিএসএফের বিশেষ আদালত ২৫ মার্চ থেকে পুনর্বিচারের কাজ শুরু হওয়ার কথা থাকলেও বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি বিএসএফ। একই কথা জানালেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।

 

২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাদ দেন ভারতের কোচবিহারের বিএসএফের বিশেষ আদালত। পরে বিজিবি-বিএসএফের দ্বি-পাক্ষিক বৈঠকে ফেলানী হত্যার পুনর্বিচারের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর ফের বিচার শুরু করে বিএসএফ। ২০১৪ সালের ১৭ নভেম্বর ফেলানীর বাবা নুর ইসলাম আদালতে অমিয় ঘোষকে অভিযুক্ত করে পুনরায় সাক্ষ্য প্রদান করে অমিয় ঘোষের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

 

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পাড় হওয়ার সময় বিএসএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারায় কিশোরী ফেলানী। এ হত্যাকা-ে দেশ-বিদেশের গণমাধ্যমসহ মানবাধিকার কর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠলে ২০১৩ সালের ১৩ আগস্ট বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার কাজ শুরু হয়।