রমনার বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ নিরাপত্তার চাদরে রাজধানী

14

রমনার বটমূলে চলছৈ ছায়ানটের বাংলা বর্ষবরণ। মঙ্গলবার সূর্য উঠার সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠান শুরু হয়। শিল্পী এবাদুল হক সৈকত সেতার বাজানোর মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় তিনি সেতারে রাগ পরমেশ্বরী পরিবেশন করেন।
ছায়ানটের বর্ষবরণে এবারের স্লোগান- ‘শান্তি, মানবতা ও মানুষের অধিকার’। উদ্বোধনের পর ছায়ানটের শিল্পীরা বৈশাখকে স্বাগত জানিয়ে সমস্বরে রবীন্দ্র সংগীত গান।
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে সকাল থেকেই মানুষের ঢল নামে। নানা বয়সের, নানা শ্রেণী-পেশার তরুণ-তরুণী, নারী-শিশুসহ সর্বস্তরের মানুষ ঐতিহ্যবাহী এ অনুষ্ঠাতন উপভোগে ভিড় করছেন রমনা পার্কের বটমূলে।
বাংলা নতুন বর্ষ ১৪২২ বরণ ঘিরে রাজধানী ঢাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
রমনা উদ্যানে প্রবেশের প্রতিটি পথে রয়েছে তল্লাশি কেন্দ্র। মেটাল ডিটেক্টর যন্ত্রের মাধ্যমে সবাইকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।