মির্জা ফখরুলসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানির দিন ধার্য

82

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়সহ ২৩ জনের বিরুদ্ধে আগামি ২৯ জুন অভিযোগ শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ তারেক মইনুল ইসলাম ভুইয়া এ তারিখ ধার্য করেন। ২০১৩ সালের মার্চ মাসে পল্টন থানায় দায়ের করা ভাংচুর, জনমনে ভীতি সৃষ্টি করার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করা হয়।

এদিকে ২০১২ সালের এপ্রিল মাসে তেজগাঁও থানায় দায়ের করা অপর এক মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানির জন্য আগামি ২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আতাউল হক এ তারিখ ধার্য করেন।
২০১২ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাস থেকে যাত্রী নামিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়।