ফেসবুকে সংবাদ প্রচার ও প্রকাশের পেজ খুলেছে বিএনপি

110

বিএনপি, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার, প্রকাশ ও আন্দোলনের খবর প্রচার ও প্রকাশ করার জন্য নতুন একটি ফেসবুক পেজ খুলেছে তারেক রহমানের লন্ডনের মিডিয়া টিম। এর নাম দেওয়া হয়েছে ফেসবুক ডট কম/আন্দোলন নিউজ (www.facebook.com/andolonnews)। নতুন এই সাইট খোলা হয় মার্চের শুরুতে। এখন থেকে তার ও বিএনপির সকল বক্তব্য ও আন্দোলনের নানা খবরখবর প্রকাশ করছে। সেই সঙ্গে ভিডিও প্রকাশ ও প্রচার করছে। এনিয়ে তারেক রহমানের একটি মিডিয়া টিমও কাজ করছে।

তারেক রহমানের ঘনিষ্ট সূত্র জানায়, বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবেনা এটি নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। খোদ বিএনপি এবং জোটের নেতাকর্মীদের মাঝেও রয়েছে ভিন্নমত। আন্দোলনে থাকা রাজপথের সক্রিয় কর্মীদের কেউ কেউ বলছেন, অন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে এটি সরকারের ফাঁদ। আবার কেউ কেউ বলছেন সরকারকে ফাঁকা মাঠে গোল করতে দেয়া যাবেনা। এ অবস্থায় বিভ্রান্তিতে দলের নেতাকর্মীরা। তারা দলের স্পষ্ট অবস্থান জানতে চান। তবে সিটি করেপোরেশন নির্বাচনের অবস্থান পরিষ্কার করেছেন দলের দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা তারেক রহমান। তিনি লন্ডন থেকে সারাদেশে আন্দোলনরত দলের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। তাদের মতামত নিয়েছেন। তারপর বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহনের ব্যাপাওে দলের অবস্থান জানান দিয়েছেন। তবে এবার সমস্যা অন্য জায়গায়। আদালত বলেছে তার বক্তব্য প্রচার কিংবা প্রকাশ করা যাবেনা। তাহলে সিটি করপোরেশন নিয়ে তার বক্তব্য কেমন করে তার নেতা কর্মীদের কাছে পাঠাবেন। এই জন্য তিনি আপদকালীন ব্যবস্থা হিসাবে ইউটিউব, ফেসবুক, অনলাইন টিভি ব্যবহার করছেন। এছাড়াও তার বক্তব্য প্রচার করার জন্য  নতুন সাইট খুলেছেন। মার্চের শুরুতে এটা চালু করা হয়। এখন থেকে তার ও বিএনপির সকল বক্তব্য ও আন্দোলনের নানা খবরখবর প্রকাশ করছে। সেই সঙ্গে ভিডিও প্রকাশ ও প্রচার করছে। এনিয়ে তারেক রহমানের একটি মিডিয়া টিমও কাজ করছে। তারা এই ব্যাপারে দ্রুত তম সময়ের মধ্যে কাজ করছে।