Home > দেশজুড়ে > সালাহ উদ্দিনকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নিয়েছে : বিএনপি

সালাহ উদ্দিনকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নিয়েছে : বিএনপি

bnp-salauddin_72219বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নিয়ে গেছে বলে দাবি করেছে বিএনপি।

বিএনপি জানায়, মঙ্গলবার রাত ১০ টার পরে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে পুলিশ, ডিবি ও র‌্যাবসহ ২০/৩০ জনের একটি দল তাকে উঠিয়ে নিয়ে গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে তার নিখোঁজের বিষয়ে  উদ্বিগ্নতা প্রকাশ করেছেন সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ।

তিনি বলেন, রাত ১০ টার দিকে তার সঙ্গে কথা হয়েছিল এরপর তার আর কোন খোঁজ পাচ্ছি না। মুঠোফোনও বন্ধ।

শীর্ষ নিউজ