সালাহউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়নি: পুলিশের প্রতিবেদন

30

বাংলাদেশেbnp-salauddin_72219 নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়নি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেলের কাছে প্রতিবেদন জমা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সালাহউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়নি এবং তার খোঁজে অনুসন্ধান চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশিরউল্লাহ।
রোববার এ্যাটর্নি জেনারেলের কাছে এবিষয়য়ে চারটি পৃথক প্রতিবেদন দাখিল করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়, র‍্যাব মহাপরিচালকের কার্যালয়, অপরাধ তদন্ত বিভাগ, পুলিশের বিশেষ শাখার পক্ষ থেকে এ চারটি প্রতিবেদন হস্তান্তর করা হয়।
উচ্চ আদালতের কাছে দাখিল করার জন্য প্রতিবেদনগুলে এ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপি নেতা সাউদ্দিন আহমদকে কেন খুঁজে বের করা হবে না এবং ১৫ মার্চ সকাল সাড়ে ১০টায় তাঁকে কেন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাইকোর্ট।
উচ্চ আদালতের রুলের উত্তরেই এই প্রতিবেদনগুলো জমা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিবিসি