রুটিন মাফিক এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী

20

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী ১ এপ্রিল বুধবার থেকে ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যত্যয় হবে না।

তিনি এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কেন্দ্রসচিব, শিক্ষা বোর্ড কর্মকর্তা, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে এখন থেকেই দৃঢ় সংকল্প হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক স্বাক্ষাৎকারে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীরা কোনো বিশেষ দলমতের সমর্থক নয়। তারা দলমত নির্বিশেষে সবার সন্তান। তারাই জাতির ভবিষ্যৎ। তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতকরা আমাদের সবার কর্তব্য।

তিনি পরীক্ষার দিনগুলিতে কোন রকম হরতাল-অবরোধ বা সন্ত্রাসী কর্মকা- না চালানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।