রায়ের কপিতে বিচারপতিদের সই

18

kamruzzamanমানবতিাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায়ের কপিতে সই করেছেন আপিল বিভাগের চার বিচারপতি।

বুধবার দুপুরে আদালত সূত্র এ তথ্য জানা গেছে।

জানা যায়, রায়ের খসড়া কপি তৈরির পর বুধবার সেটি প্রধান বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফিরোজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী খসড়া রায়ে সই করেছেন।

চূড়ান্ত রায়ে সইয়ের পর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে তা পাঠিয়ে দেয়া হবে। সেখান থেকে রায়ের অনুলিপি কারা কর্তৃপক্ষের কাছে যাবে। এরপর শুরু হবে কামারুজ্জামনের ফাঁসি কার্যকর প্রক্রিয়া।