মুক্তি পেতে যাচ্ছেন আইএসের হাতে বন্দী বাংলাদেশী হেলালউদ্দিন

11

লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে হেলালউদ্দিনসহ মোট তিনজন বাংলাদেশী বন্দী আছেন। এর মধ্যে হেলালউদ্দিন বন্দী অবস্থায় স্ত্রীর সাথে টেলিফোনে কথা বলতে সক্ষম হয়েছেন। স্ত্রীকে দু’এক দিনের মধ্যে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন হেলালউদ্দিন।

যমুনা টেলিভিশন খবরটি প্রকাশ করেছে।

অপহৃত হেলাল উদ্দিনকে লিবিয়ার আল ঘানি তেলক্ষেত্র থেকে জিম্মি করেছিলো আইএস। তার পাসপোর্ট নম্বর বি-০১৫৬৫৫৩ এবং গ্রামের বাড়ি জামালপুরে।