মিয়ানমারের ৩৯ নাগরিককে ‘পুশব্যাক

10

টেকনাফ উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের ৩৯ নাগরিককে ‘পুশব্যাক’ (ফেরত পাঠানো) করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ভোরে উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া সীমান্ত থেকে আটকের পর তাদের ফেরত পাঠানো হয়।

৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, সোমবার ভোরে শাহপরীর দ্বীপ বিওপি চৌকির কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামের নেতৃত্বে জওয়ানরা জালিয়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৩ নারী, ছয় শিশুসহ মিয়ানমারের ৩৯ জন নাগরিককে আটক করা হয়।

আল জাহিদ আরো জানান, আটককৃতদের একই সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।