ডিবির সেই সাত সদস্য বরখাস্ত

114

গতকাল ২৫ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েন ডিবি পুলিশের সাত সদস্য। ওই সময়ে গ্রামবাসী ধাওয়া করলে তিনজন পালিয়ে বাংলাদেশে আসেন ও বাকি চারজন ভারতের বক্সনগর থানার রহিমপুর গ্রামে ঢুকে পড়েন। গ্রামবাসী ওই চারজনকে আটকের পর মারধর করে বিএসএফের হাতে তুলে দেয়।
আটক সদস্যদের গতকাল রাতেই ফেরত দিয়েছে বিএসএফ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া জানান, বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে কুমিল্লা জেলার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ওই সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করেন। একই সঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) গাজী মাহবুবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন, সবুজ মিয়া, কনস্টেবল সেলিম মিয়া, আনোয়ার হোসেন, বিকাশ ও তাপস চন্দ্র সুর।

২৫ মার্চ রাত ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠক শেষে রাত একটার দিকে আখাউড়া চেকপোস্টে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়ার কাছে ডিবি পুলিশের ওই চার সদস্যকে হস্তান্তর করেছে। ২৬ মার্চ ভোরে তাঁদেরকে কুমিল্লা নিয়ে আসা হয়।