চালের ওপর লেখেন তিনি

99

চালের প্রতিটি দানা অতি ক্ষুদ্র। কিন্তু তাহের আহমেদ তার শৈল্পিক হাত দ্বারা এই ছোট ছোট  চালের ওপর পবিত্র কুরআনের আয়াত লিখেছেন।

তাহের আহমেদ সিরিয়ার নাগরিক। সিরিয়ায় যুদ্ধ চলার কারণে বর্তমানে তিনি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের মার্ডিন প্রদেশে জীবন যাপন করছেন। দেশ ত্যাগ করার পরেও তিনি তার দক্ষতাকে অব্যাহত রেখেছেন।

ছোট চালের ওপর তার লেখা এতই সূক্ষ্ম যে অনেকে খালি চোখে তা দেখতে পান না। এজন্য বিশেষ লেন্স প্রয়োজন হয়।

তিনি পবিত্র কুরআনের আয়াতগুলো চালের ওপর লিখে তার ক্যালিগ্রাফি দক্ষতা প্রমাণ করেছেন।

শুধু কোরআনের আয়াতই নয়, তিনি আরবিতে আল্লাহুসহ আরও বহু পবিত্র শব্দ সূক্ষ্মভাবে লিখেছেন চালের ওপর।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here