বৃত্তিসহ মাস্টার্স ও পিএইচডি কোরিয়ায়

14

কোরিয়াgraduation-of-University-of-Gloucestershire-students-at-Gloucester-Cathedral এডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজী (KAIST) স্কলারশীপ সহ মাস্টার্স ও পিএইচডি ভর্তির জন্য আবেদনপত্র আহবান করা হয়েছে । আবেদন করার শেষ তারিখ ২১ এপ্রিল ২০১৫।

কোরিয়া এডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজী (কেএআইএসটি) কোরিয়ার শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলোর অন্যতম। মানসম্মত শিক্ষার কারণে এটি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ পরিচিত। কোরিয়ার আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্সটিটিউট কর্তৃপক্ষ মাস্টার্স ও পিএইচডির জন্য বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদেরকে বৃত্তি দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে এবার বৃত্তির জন্য আবেদন পত্র আহবান করা হয়েছে ।

যোগ্যতা:
আবেদনকারীকে ব্যাচেলর অর্থাৎ অনার্স ডিগ্রি থাকতে হবে ।
অনার্সে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট থাকতে হবে।
আইএলটিএস বা টোফেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।আইএলটিএস এর ক্ষেত্রে ন্যুনতম ৬.৫ এবং টোফেল এর ক্ষেত্রে ন্যুনতম ৮৩ স্কোর থাকতে হবে ।

বৃত্তির সংখ্যা:
মাস্টার্সে ১৬ জনকে এবং পিএইচডির ক্ষেত্রে ৫ জনকে বৃত্তি দেওয়া হবে ।

বৃত্তির পরিমাণ:
সকল টিউশন ফি
ফিরতি টিকেট সহ ইকোনমীক্লাস এয়ারটিকেট
বসবাসের খরচ হিসেবে প্রতিমাসে পনেরলক্ষ কোরিয়ান ওন দেওয়া হবে ।
চিকিৎসা ভাতা
পুনর্বাসন ব্যয় ( যদি প্রয়োজন হয়)

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে । ইন্সটিটিউটের ওয়েবসাইট http://admission.kaist.ac.kr এ আবেদন পত্র পাওয়া যাবে ।আবেদনপত্র পূরণ করে অনলাইনেই তা সাবমিট করতে হবে ।

প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদনপত্রের প্রিন্টেড কপি। অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর প্রিন্ট করার সুযোগ আছে।
প্রতিষ্ঠান প্রধানের পক্ষ থেকে দুই কপি রিকমেন্ডেশন লেটার। অবশ্যই ইংরেজী মাধ্যমে হতে হবে ।
স্কুল ও কলেজ লেভেলের সকল প্রকারের একাডেমিক ট্রান্সক্রিপ্ট
ইংলিশ প্রফিসিয়েন্সি রিপোর্ট (আইএলটিএস, টোফেল)
কারিকুলাম ভিটা
পরিচয় পত্র
অভিভাবকের পরিচয়পত্র
অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর উপরিল্লিখিত কাগজপত্র নিয়ে কোরিয়া দূতাবাসে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে ।

অনলাইন আবেদনের তারিখ ৩১ মার্চ থেকে ২১ এপ্রিল ২০১৫ পর্যন্ত। কাগজপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ এপ্রিল ২০১৫।
আরও বিস্তারিত তথ্যের জন্য নিচের লিঙ্ক ভিজিট করুন www.kaist.ac.kr/html/en