এমা ওয়াটসনকে হুমকি ! নগ্ন ছবি প্রকাশ করে দেওয়া হবে

73

image_196972.emma_watson_hot-wideনারী অধিকার নিয়ে বেশ সোচ্চার হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। আর এ কারণে সম্প্রতি হুমকির শিকার হয়েছেন এই হ্যারিপটার তারকা। কে বা কারা তার নগ্ন ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়েছেন। কিন্তু তাদেরও ছেড়ে কথা বলেননি এমা।
আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ওয়াটসন ক্ষোভ প্রকাশ করেন। যেখানে তার কোনো নগ্ন ছবিই নেই, সেখানে এসব কথা বলার মানে হলো ভুয়া ছবি বানিয়ে তারা অভিনেত্রীর সম্মানহানির চেষ্টা করবে।
এমা বলেন, আমি আমার বক্তব্য দেওয়ার পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এসব মানুষের হুমকির শিকার হয়েছি।
অভিনেত্রী আরো বলেন, মজার বিষয় হলো, তারা ভাবেন এসব করলে হয়তো আমি ভয় পাবো বা আমার শক্তি-সাহস কমে যাবে। কিন্তু হুমকি যত আসবে, আমি তত বেশি প্রতিজ্ঞাবদ্ধ হবো। এ ঘটনায় আমি এতটাই ক্ষুব্ধ যে, এবার আমি যা করতে চাইছি তা না করে থামবো না। আমাকে থামানোর যত পদ্ধতি নেওয়া হবে, এগুলো তার বিপরীতে কাজ করবে।
জাতিসংঘের ‘গুডউইল অ্যাম্বাসাডর ফর ওমেন’ হিসাবে কাজ করছেন এমা। তিনি ‘হি ফর সি’ নামে একটি ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন এমা। এর মাধ্যমে নারীদের অধিকার বিষয়ে সচেতন হওয়ার কথা বলা হচ্ছে। নারী জাগরণের অর্থ পুরুষদের প্রতি ঘৃণা নয়, এ বিষয়টিকেও তুলে ধরছেন এমা।

সূত্র : ফক্স নিউজ


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here