ইংল্যান্ডে পড়াশোনার সুযোগ, প্রায় ২ লাখ টাকার বৃত্তি

42

graduation-of-University-of-Gloucestershire-students-at-Gloucester-Cathedralআপনি কি ইংল্যান্ডে পড়তে ইচ্ছুক? ইংল্যান্ডে পড়তে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব গ্লুচেস্টারশায়ার নিয়ে এল দারুণ এক বৃত্তি। ২০১৫ সালে ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পুরো বিশ্বের শিক্ষার্থীদের জন্য তারা নিয়ে এল এই বৃত্তি। তবে শিক্ষার্থীকে আবেদনের সময় অবশ্যই আন্তর্জাতিকভাবে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

যেসব বিষয়ের উপর বৃত্তি: ইউনিভার্সিটি অব গ্লুচেস্টারশায়ারে সকল বিষয়ের উপর এ বৃত্তি দেয়া হবে।

যোগ্যতা:সেপ্টেম্বর ২০১৫ এ অধ্যয়নরত স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা আওতাভুক্ত।
– অফারভুক্ত হতে হবে
– আন্তর্জাতিকভাবে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে
– একজন শিক্ষার্থী একের অধিক এ্যাওয়ার্ড এর জন্য আবেদন করতে পারবে কিন্তু পাবে একটি (সবচেয়ে ভাল মানেরটি)

* একাডেমিক দক্ষতা এবং ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেয়া হবে। আর বৃত্তির সংখ্যা অনির্ধারিত (তার মানে যত ইচ্ছা তত)

বৃত্তির পরিমাণ:স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীকে ১০০০ পাউন্ড (১ লাখ ১৬ হাজার টাকা) এবং স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীকে ১৫০০ পাউন্ড (১ লাখ ৭৫ হাজার ৪০০ টাকা) দেয়া হবে। টিউশন ফি থেকে কেটে রাখা হবে বৃত্তির পরিমাণ।

কিভাবে আবেদন করতে হবে: ইলেকট্রনিক সিস্টেমে আবেদন। জুনের ১ তারিখের মাঝে অফারটি গ্রহণ করে ডিপোজিট পরিশোধ করতে হবে। আলাদা কোন আবেদনপত্র লাগবে না।

আবেদনের শেষ তারিখ: ১ জুন, ২০১৫

তাহলে আর দেরি কেন? আবেদন করে ফেলুন ইউনিভার্সিটি অব গ্লুচেস্টারশায়ারে পড়াশুনা করার জন্য আর লুফে নিন স্কলারশিপ। ক্লিক করুন: University of Gloucestershire