ফুটবলে আবার কামড়কাণ্ড!

16

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ‘মাদ্রিদ ডার্বি’র পর স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ‘দানি কারভাহাল কামড়ে দিয়েছেন মারিও মানজুকিচের হাত’। যদিও কামড়ানোর কথা উড়িয়ে দিয়েছেন কারভাহাল। তাতে অবশ্য রক্ষা পাচ্ছেন না তিনি, দাঁড়াতে হচ্ছে উয়েফার ডিসিপ্লিনারি কমিটির সামনে। কারভাহাল কিংবা সের্হিয়ো রামোস যেভাবে বাধা দিয়েছেন মানজুকিচকে, তাতে রেফারির অন্তত হলুদ কার্ড দেখানো উচিত ছিল বলে দাবি মিডিয়ার। ৫০তম মিনিটে রামোসের কনুইয়ের আঘাতে মানজুকিচের কপাল বেয়ে রক্ত ঝরেছে, আরেকবার বক্সের মধ্যে কারভাহাল ঘুষি মেরেছেন এই ক্রোয়াট স্ট্রাইকারের পেটে। এখানেই শেষ নয়, টিভি রিপ্লেতে দেখা গেছে, ঘুষি মারার আগে রিয়াল ডিফেন্ডারের মুখ ছিল মানজুকিচের হাতের ওপর। স্প্যানিশ মিডিয়ার দাবি, কামড়ানোর চেষ্টা করেছিলেন কারভাহাল। যদিও কামড়ানোর কথা অস্বীকার করে ২৩ বছর বয়সী ডিফেন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘ম্যাচ শেষে দেখলাম আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ানোর, কিন্তু আমি পরিষ্কার করতে চাই বিষয়টি, আমি কাউকে কামড়াইনি, না কখনো এটা করার চেষ্টা করব।’ তবে টুইটারে মানজুকিচও কামড়ানোর ঘটনা অস্বীকার করেছেন।

এএফপি