রাজধানীসহ সারাদেশে ফের ভূকম্পন অনুভূত

13

ফের রাজধানীসহ সারাদেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় যায়নি।

শনিবার বাংলাদেশ সময় ৫টা ৩৪ মিনিটে এ ভূকম্পন্ন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ছিল নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে রামেচ্ছাপ এলাকার ২৪ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপালে। এতে ৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়; আহত হয় প্রায় ২০ হাজার মানুষ।

আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার আগেই গত মঙ্গলবার ৭ দশমিক ৩ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয় নেপালে।