নিলয় হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

23

ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নিলাদ্রী চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে শনিবার (০৮ আগস্ট) পাঠানো এক বিবৃতিতে দেশটির পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা তার পরিবার এবং বাংলাদেশি মানুষের কাছে আমাদের সমর্থন আর সমবেদনা জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ড সহিংস চরমপন্থা মোকাবেলায় একত্রে কাজ করার প্রয়োজনীয়তা আরো একবার স্পষ্ট করেছে।

যেসব বাংলাদেশিরা এ ধরনের ‘ব্যাধিযুক্ত’ কর্মকাণ্ড প্রত্যাখ্যান এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে।

শুক্রবার (০৭ আগস্ট) দুপুরে জুমার নামাজের আজানের কিছুক্ষণ পর খিলগাঁওয়ের উত্তর গোড়ানে ১৬৭ নম্বর বাসার পঞ্চম তলার বাম পাশের ফ্ল্যাটে ঢুকে নিলয় নীলকে (৪০) হত্যা করে দুর্বৃত্তরা। তিনি নিলয় নীল নামে ব্লগ ও ফেসবুকে লেখালেখি করতেন।

এ হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (এআইকিউএস) বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম। তবে এখনো এর সত্য‌তা পাওয়া যায়নি।

এর আগে নিলয় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ও বিচার চেয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস অ্যানিলে।