জাফরুল্লাহ’র দণ্ড স্থগিত করেছে চেম্বার আদালত

59

আদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে অর্থদণ্ড দিয়েছিলেন তার কার্যকারিতা ৫ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে জাফরুল্লাহ চৌধুরীর করা একটি আবেদনের ওপর প্রাথমিক শুনানি করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার এই আদেশ দেন। জাফরুল্লাহর পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার আখতার ইমাম। তার সঙ্গে ছিলেন রাশনা ইমাম ও রেশাদ ইমাম। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও শুনানিতে উপস্থিত ছিলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালত জরিমানা স্থগিত করে আবেদনটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছে।’
রাশনা ইমাম জানান, ‘সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে সম্পূর্ণ ন্যায়বিচারের স্বার্থে এ আবেদন করা হয়।’
ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে ‘অবমাননাকর’ বিবৃতি দেওয়ায় গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে সাজা প্রদান করেন আদালত।