এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ কথার কথা-সাঈদ খোকন

21

ভোট দেওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। তিনি বলেন, এটি কথার কথা হিসেবে তারা বলছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে এগারটায় পুরান ঢাকার নাজিরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন সাঈদ খোকন। এ সময় তার পরিবারের সদস্যরাও ভোট দেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাঈদ খোকন বলেন, এজেন্ট বের করে দেওয়ার কোনো ঘটনা আমি দেখিনি। আপনারা সাংবাদিকরা আছেন, আপনারাও দেখছেন। এ ধরনের অভিযোগ তারা প্রথম থেকেই করে আসছেন, এখনও করছেন।

ভোট অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হচ্ছে বলেও মন্তব্য করেন সাঈদ খোকন। তিনি বলেন, পরিবেশ শান্তিপূর্ণ ও সুন্দর।

এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখতে বের হয়ে যান সাঈদ খোকন।