মগবাজারে গুলি করে ৩৩ লাখ ছিনতাই

19

রাজধানীর রমনা থানাধীন মগবাজার এলাকার ব্রাক ব্যাংকের সামনে থেকে একটি বেসরকারী প্রতিষ্ঠানের হিসাব রক্ষক কর্মকর্তাকে গুলি করে ৩৩ লাখ ২৭ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। ওই কর্মকর্তার নাম সেলিম (২৯)। তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টুচন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন

আহত সেলিম জানান, তিনি মগবাজারের অ্যাকুয়া মেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডের অ্যাকাউন্ট অফিসার। অফিসের কর্মচারী পিন্টু দাসকে নিয়ে দুটি ব্যাগে ৩৩ লাখ ২৭ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন তিনি।

তারা মগবাজার ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছালে ৪/৫ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় তারা সেলিমের হাতে থাকা টাকার ব্যাগ ধরে টান দেয়। সেলিম বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে। টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গুলি করতে করতে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পিন্টু দাস।