খুলনা জেলা কারাগারে জামায়াত নেতার মৃত্যু

27

খুলনা জেলা কারাগারের হাজতী, রাষ্ট্রদ্রোহী মামলার আসামি ও জামায়াত নেতা মো. গোলাম রহমানের (৬৮) মৃত্যু হয়েছে।

গোলাম রহমান জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি ছিলেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

জেলা কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মো. গোলাম রহমান হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করলে কারাগার কর্তৃপক্ষ তাকে তাৎক্ষনিকভাবে খুমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮টার দিকে তার মৃত্যু হয়।

গোলাম রহমান খুলনার কয়রা উপজেলার আমাদী গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে। তার হাজতী নং- ২৯৪০/১৫।

খুলনার জেল সুপার বিকাশ রায়হান বাংলানিউজকে বলেন, ভ্যাপসা গরমের কারণে তার হিটস্ট্রোক হতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।

গোলাম রহমানকে রাষ্ট্রদ্রোহী মামলায় ২৭ এপ্রিল কয়রা এলাকা থেকে গ্রেফতার করা হয়।