ঢাকা উত্তরে মেয়র প্রার্থী কবরী

38

চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী কবরী এবার সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য লড়বেন। রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে লড়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। এর আগে চলচ্চিত্রে অভিনয় করে ‘মিষ্টি মেয়ে’ খেতাব পেয়েছেন তিনি। দায়িত্ব পালন করেছেন সাংসদ হিসেবে।
এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি মনে করি, দায়িত্বশীল মানুষেরা দায়িত্ব নিয়ে রাজনীতি না করলে ভবিষ্যতে ভালো মানুষেরা রাজনীতিতে আসার উৎসাহ পাবেন না। নারায়ণগঞ্জে নির্বাচন করার পর আমি মানুষের কল্যাণে অনেক কাজ করেছিও। কবরী বলেন, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় মনে হয়েছে, আমাদের রাজনীতির জায়গাটা একেবারেই স্বচ্ছ না। চারিদিকে তাকালে দেখা যায়, নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজেদের সুবিধা এবং দলের সুযোগ-সুবিধা বৃদ্ধিতেই ব্যস্ত থাকেন। সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হলেও নির্বাচনের পর তাঁরা আর জনগণের কথা ভাবতে চান না। উত্তরের আরেক মেয়র প্রার্থী ব্যবসায়ী আনিসুল হক প্রসঙ্গে কবরী বললেন, তার বিরুদ্ধে আমার কোন নালিশ নেই। সাধারণত দেখা যায়, যেসব ব্যবসায়ী রাজনীতিতে যুক্ত হন তারা রাজনীতির মাঠ উর্বর করার চেয়ে রাজনীতির ছত্র ছায়ায় থেকে নিজস্ব ফায়দা লোটার চেষ্টা করেন। কিন্তু ব্যবসায়ীরা যদি দেশের জন্য কাজ করতেই চান তাহলে তাদের রাজনীতিতে আসার খুব বেশি প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না।