খালেদা জানেনা হাসিনা কী জিনিস : মায়া

21

ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া জানেন না শেখ হাসিনা কী জিনিস!’

তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের হরতালবিরোধী মানববন্ধন ও সমাবেশে একথা বলেন।

মায়া বলেন, ‘খালেদা জিয়ার চুল থেকে পায়ের নথ পর্যন্ত শুধু রক্ত আর রক্ত। এই ডাইনি খালেদা জানেন না যে শেখ হাসিনা কী জিনিস!’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে চলমান সন্ত্রাসের এক নম্বর হুকুমের আসামি করে বিচারের মুখোমুখি করা হবে। তাকে যারা সমর্থন করছেন, তাদের শাস্তির আওতায় আনা হবে।’

মহানগর আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কিছুদিন আগে আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিন সেন গুপ্ত বলেছিলেন- ‘বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না’। খালেদাকে জানাতে চাই- দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি (শেখ হাসিনা) যা করা দরকার, তার সবই করবেন। কেউ পার পাবে না।’
এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘গত কয়েকদিনের হরতাল-অবরোধে যারা তাণ্ডব চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে বিচারের আওতায় আনা হবে।’

খালেদা জিয়াকে ডাইনি, মিথ্যাবাদী, ভণ্ড আখ্যায়িত করে মায়া বলেন, ‘তার সঙ্গে কোনো আলোচনা হতে পারে না, হবে না। কারণ দেশের উন্নতি হোক তা তিনি চান না। এজন্য তিনি এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় বাধা সৃষ্টি করছেন। আগামী প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে যেতে প্রতিবন্ধকতা তৈরি করছেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া একটি দানব। এখনো মানুষ হত্যার তাণ্ডব বন্ধ করেননি। এত মানুষের মৃত্যুর পরও তার মন গলে না।’

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- নগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. দীলিপ রায়, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ।