শেখ রাসেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

36

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শিববাড়িয়া নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির শুভ উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সেখানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার, সংসদ সদস্য আ.খ.ম জাহাঙ্গির হোসেন, জেলা প্রশাসক অমিতাভ সরকার, পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি কলাপাড়া সফরে এসে শেখ রাসেল সেতুর ভিত্তিপ্রস্থ স্থাপন করেন প্রধানমন্ত্রী। ২৪ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৪০৮.৩৬ মিটার এবং প্রস্থ ১০.২৫ মিটার।