সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

18

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা আন্দোলনের এক মতবিনিময় সভা থেকে তাকে আটক করা হয়।

আটক করার পর আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা তাকে কোথায় নিয়ে গেছেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বাংলামেইলকে বলেন, ‘ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের দুইবারের সভাপতি শওকত মাহমুদকে আটক করা একটি নিন্দনীয় ঘটনা। অবিলম্বে তাকে ছেড়ে দেয়ার জন্য আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে ঢাকা সাংবাদিক ই্‌উনিয়েনের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বাংলামেইলকে বলেন, ‘শুনেছি শওকত মাহমুদকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।’

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ-কিমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম শওকত মাহমুদের আটকের বিষয়ে বলেন, ‘বিভিন্ন মিডিয়ায় জানতে পেরেছি তাকে আটক করা হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হচ্ছে না।