শোক দিবসে ৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা

23

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সারাদেশে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতাল এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে এ আদেশ জারি করা হয়।

নির্দেশনায় ওই দিন সরকারি ছুটি সত্ত্বেও সব ধরনের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দরিদ্র ও দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

গ্রাম পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও হেলথ কেয়ার প্রোভাইডারদের উপস্থিত থেকে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।