টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

14

প্রথম ম্যাচের টসটা জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মিরপুরে দ্বিতীয় ওয়ানডের টস জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। আর টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই নিয়েছেন তিনি।
প্রথম ম্যাচ জেতা একাদশটাকে অপরিবর্তিত রেখেছে দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশ দলে একজন পেসার বাড়ানো হয়েছে। লেগ স্পিনার জুবায়ের হোসেনকে বাদ দিয়ে তার জায়গায় নেয়া হয়েছে পেসার রুবেল হোসেনকে। বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলছে। তাদের দলে যথারীতি আট ব্যাটসম্যান।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদ উল্লা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ : হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুসো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারাডিয়েন, ক্রিস মরিস, কাইল অ্যাবট, রাবাদা ও ইমরান তাহির।