মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি চলছে

20

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি চলছে। শুনানি করছেন ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান।

শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শুনানি শুরু হয়।

জিল্লার রহমান জানান, শনিবার ২২ জনের আবেদনের শুনানি হবে।

প্রথম দিনের আপিল শুনানিতে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল মালেকের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

শনিবার বিকালে শুনানি হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মনোনয়নপত্র বাতিল করা মেয়র পদপ্রার্থী নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এবং উত্তরের মেয়র পদপ্রার্থী আবদুল আউয়াল মিন্টুর আপিলের। তারা দুজনই বিএনপির নেতা।

বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত মোট ১০৭ জন প্রার্থী আপিল করেছেন। এর মধ্যে দক্ষিণে ৩ জন মেয়র প্রার্থী ও ৭২ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। উত্তরে দুজন মেয়র প্রার্থী ও ৩০ জন কাউন্সিলর প্রার্থী আপিল করেছেন।