সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী কাজী ফারুক নিহত

87

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদরের শায়েস্তাগঞ্জে সবজিবোঝাই ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী কাজী তাজুল ইসলাম ফারুক (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফারুক শায়েস্তাগঞ্জের নূরপুর গ্রামের কাজী সিরাজুল ইসলামের ছেলে এবং বাঘাবাড়ী ওয়েস্টমন্ট পাওয়ারের প্রাক্তন চেয়ারম্যান। জানা গেছে, নছরতপুরে সিলেটগামী সবজিবোঝাই একটি ট্রাকের সঙ্গে কাজী তাজুল ইসলামকে বহনকারী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে তিনি ভৈরবে মারা যান। এই দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলামকে ধাওয়া করে। এ সময় তারা সড়ক অবরোধ করে। এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলার বাদী ছিলেন কাজী তাজুল ইসলাম ফারুক। সূত্রঃ কালেরকন্